Breaking News

এবার দেখা যাবে মোহামেডানে সেই তিনজনকে

সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরে একই দলের হয়ে খেলেছেন ‘পঞ্চপান্ডব’র তিন তারকা। তামিম ইকবালের নেতৃত্বে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ খেলেছেন ফরচুর বরিশালের জার্সিতে। দলটিকে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন করতে দুর্দান্ত ভূমিকা রেখেছেন তারা। আবারও একই দলের হয়ে মাঠে নামতে যাচ্ছেন তারা।

আগামী ৩ মার্চ মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। ঘরোয়া এ লিগের দলবদল হবে চলতি মাসের ২২ এবং ২৩ ফেব্রুয়ারি। তার আগেই দল গুছিয়ে ফেলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আগের চেয়ে আরো বড় দল গড়তে যাচ্ছে দেশেরে ঐতিহ্যবাহি ক্লাবটি। চলতি আসরে দলটিতে খেলবেন তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা। এছাড়া রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন।

তরুণ ক্রিকেটার তাওহীদ হৃদয়, আরিফুল ইসলাম, মুশফিক হাসানরাও রয়েছেন দলে। এছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন, রনি তালুকদারও রয়েছেন দলে। কোচিং প্যানেলে মিজানুর রহমান বাবুল রয়েছেন। ম্যানেজার হিসেবে রয়েছেন সাজ্জাদ আহমেদ শিপন। তবে অধিনায়কত্ব কে করবেন দলের সেটি এখনো নিশ্চিত নয়।

এদিকে প্রথম দিকে শোনা যাচ্ছিল চ্যাম্পিয়ন আবাহনী এবার মাঝারি মানের দল গড়বে। এজন্য তারা কোচ খালেদ মাহমুদ সুজনকে ছেড়ে দেয়। কিন্তু নির্বাচকের দায়িত্ব থেকে পদত্যাগ করা হান্নান সরকারকে কোচের দায়িত্ব দিয়ে শক্তিশালী দলই গড়ছে আকাশি নীলরা। জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মোসাদ্দেক সৈকত আবাহনীতে খেলবেন তা অনেকটা নিশ্চিত।

প্রিমিয়ার ব্যাংকও শক্তিশালী দল গড়ছে। সবকিছু মিলিয়ে নতুন মৌসুমে প্রিমিয়ার লিগে শিরোপা জেতার জন্য চার-পাঁচটি দল তারকা ক্রিকেটার টানতে ব্যস্ত। এর মধ্যে লিজেন্ডস অব রূপগঞ্জও রয়েছে। জাকের আলী ও অনীককে এখানেই দেখা যেতে পারে।

About shakiltowhidulislam@gmail.com

Check Also

আর মাত্র তিন দিন পরেই পাকিস্তানে পর্দা উঠছে চ্যাম্পিয়ন্স ট্রফির। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। বাংলাদেশ দল নিয়ে এবার মুখ

এবি ডি ভিলিয়ার্সের ভবিষ্যদ্বাণী: চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ করবে ‘অঘটন’, কিন্তু…

আর মাত্র তিন দিন পরেই পাকিস্তানে পর্দা উঠছে চ্যাম্পিয়ন্স ট্রফির। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *