আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবটা হয়েছিল ধূমকেতুর মতোই। বাংলাদেশ দলে একজন নির্ভরযোগ্য পাওয়ার হিটারের অভাব ছিল দীর্ঘদিন, আর সেই শূন্যতা অনেকটাই পূরণ করেছিলেন সাব্বির রহমান। সাদা বলের ক্রিকেটে ধীরে ধীরে ভরসার প্রতীক হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু যখন নিজের ক্যারিয়ারকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার সময়, তখনই মাঠে ও মাঠের বাইরে নানা বিতর্কে জড়িয়ে পথ হারান এই হার্ডহিটার ব্যাটার। একসময় জাতীয় দলের নিয়মিত সদস্য হলেও সময়ের পরিক্রমায় ঘরোয়া ক্রিকেটেও হয়ে পড়েন ব্রাত্য।
তবে কঠিন সময়কে পেছনে ফেলে শেষ বিপিএলে সাব্বির রহমান যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছিলেন। ধীরে ধীরে নিজেকে ফিরে পাওয়ার এই যাত্রা যদি অব্যাহত থাকে, তাহলে হয়তো জাতীয় দলে ফেরার দরজাও আবার খুলে যেতে পারে তার জন্য।
টেপ টেনিসে ঝড় তোলা ইনিংস!
একদিকে যখন বাংলাদেশ জাতীয় দল দুবাইতে অবস্থান করছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য, তখন সাব্বির রহমান সময় কাটাচ্ছেন নিজের এলাকায় টেপ টেনিস ক্রিকেট খেলে। অবাক করার মতো হলেও সত্য, এক ম্যাচে ১৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ! যদিও এটি আন্তর্জাতিক কিংবা ঘরোয়া কোনো প্রতিযোগিতা নয়, তবে সাব্বিরের ব্যাটিং সামর্থ্য যে এখনও রয়েছে, সেটাই হয়তো বোঝাতে চেয়েছেন তিনি।
ফর্মে ফিরতে পারলে হয়তো ভবিষ্যতে আবারও জাতীয় দলে দেখা যেতে পারে সাব্বির রহমানকে। তবে সেটি নির্ভর করবে তার ধারাবাহিকতা এবং বিসিবির পরিকল্পনার ওপর।