বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে গত বছর এপ্রিলে দায়িত্ব নেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার মুশতাক আহমেদ। যদিও তার চুক্তি ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত, তবে বিসিবি তার কোচিংয়ে সন্তুষ্ট থাকায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা ভাবছিল।
বিশ্বকাপের পর তিনি পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা সিরিজে কাজ করলেও ভারত, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ছিলেন না। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমে আবারও টাইগার শিবিরে ফিরেছেন মুশতাক। এবার তিনি আরও বড় লক্ষ্য নিয়ে এগোতে চান।
তরুণ স্পিনারদের নিয়েই পরিকল্পনা
মুশতাকের মতে, বাংলাদেশে অসংখ্য প্রতিভাবান স্পিনার রয়েছেন, কিন্তু তাদের জাতীয় দলের উপযোগী করতে হলে পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন,
“এখানে কিছু তরুণ স্পিনারদের সঙ্গে কাজ করেছি। ১০-১২ জন লেগ স্পিনার ও চায়নাম্যান আছে। তাদের একটা সিস্টেমের মধ্যে আনতে হবে, যাতে তারা জাতীয় দলের জন্য প্রস্তুত হতে পারে। আমি সেটাই করতে চাই।”
দীর্ঘমেয়াদি চুক্তির ইঙ্গিত
মুশতাক আরও বলেন,
“একটা ভালো বৃক্ষ গড়তে চাইলে ভালো মালির প্রয়োজন। আমি সেই মালি হতে চাই। এজন্য বৃক্ষের পেছনে আমাকে আরও বেশি সময় দিতে হবে।”
চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে বিসিবির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির বিষয়ে আলোচনা করবেন তিনি। আগামী জিম্বাবুয়ে সিরিজের আগেই চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
এখন দেখার বিষয়, বিসিবি মুশতাকের পরিকল্পনায় কতটা আগ্রহী এবং তরুণ স্পিনারদের ভবিষ্যৎ গড়তে তাকে কতটা সময় দেওয়া হয়।