Breaking News

বিপিএলে ভালো খেলে পাকিস্তানে পুরস্কার পেলেন তারকা পেসার

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক ক্রিকেট প্রতিভা তুলে ধরার অন্যতম মঞ্চ। এবার সেই মঞ্চ থেকে উঠে এলেন পাকিস্তানি পেসার আকিফ জাভেদ।

সদ্য সমাপ্ত বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা আকিফ প্রথমবারের মতো ডাক পেয়েছেন পাকিস্তান জাতীয় দলে। চোটের কারণে দলের বাইরে থাকা হারিস রউফের পরিবর্তে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে এই বাঁহাতি পেসারকে।

বিপিএলে তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। ১১ ম্যাচে ২০ উইকেট শিকার করে দলের প্লে-অফ পর্বে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আকিফ। শুধু উইকেট শিকারই নয়, তার ইকোনমি রেটও ছিল প্রশংসনীয়—মাত্র ৬.৬৯।

বিপিএলে নিজের সামর্থ্য দেখিয়েই জাতীয় দলের নজরে আসেন আকিফ জাভেদ। এবার দেখার বিষয়, পাকিস্তান দলে তার অভিষেক কেমন হয়!

About shakiltowhidulislam@gmail.com

Check Also

অভাগা যেদিকে যায়, সাগর শুকায়ে যায়– কথাটি যেন সাকিব আল হাসানের জন্য

অভাগা যেদিকে যায়, সাগর শুকায়ে যায়– কথাটি যেন সাকিব আল হাসানের জন্য

অভাগা যেদিকে যায়, সাগর শুকায়ে যায়– কথাটি যেন সাকিব আল হাসানের জন্য বেশ ভালোভাবেই প্রযোজ্য। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *