ভারতে শুরু হয়েছে সাবেক ক্রিকেটারদের জনপ্রিয় টুর্নামেন্ট ‘লিজেন্ড নাইন্টি লিগ’। এই লিগে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালের খেলার কথা থাকলেও, ভক্তদের হতাশ করে তারা এবারও মুখোমুখি হচ্ছেন না।
একসময় একসঙ্গে বাংলাদেশের জার্সিতে লড়েছেন তামিম-সাকিব। তবে সাম্প্রতিক সময়ে তাদের সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট হয়েছে। ২০২৩ বিপিএলে একবার মুখোমুখি হলেও এরপর আর একসঙ্গে মাঠে দেখা যায়নি। এবারের বিপিএলে তামিম খেললেও, সাকিব অংশ নেননি।
লিজেন্ড নাইন্টি লিগে দুবাই জায়ান্টসের হয়ে খেলার কথা ছিল সাকিবের, কিন্তু শেষ পর্যন্ত তিনি টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। অন্যদিকে, তামিম খেলছেন বিগ বয়েজ স্কোয়াডের হয়ে। তার দলে রয়েছেন ক্রিস গেইল, তিলকরত্নে দিলশান, হার্শেল গিবসসহ আরও কয়েকজন তারকা ক্রিকেটার।
৬ ফেব্রুয়ারি ভারতের রায়পুরে শুরু হওয়া লিজেন্ড নাইন্টি লিগ চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ভক্তরা তামিমের পারফরম্যান্স দেখার অপেক্ষায় থাকলেও, সাকিব না খেলায় কিছুটা হতাশ।