শেষ মুহূর্তে বিদেশি ক্রিকেটার অন্তর্ভুক্তির কৌশল রংপুর রাইডার্সের জন্য সফল হয়নি। বরং দলের কম্বিনেশন নষ্ট হওয়ায় তাদের লজ্জাজনক পরাজয়ের মুখ দেখতে হয়েছে। তবে বিপিএলে বিদেশি তারকাদের আগমন অব্যাহত রয়েছে, যার সর্বশেষ সংযোজন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম।

শুধুমাত্র এক ম্যাচের জন্যই বিপিএলে আসছেন এই কিউই তারকা—২০২৫ বিপিএলের ফাইনালে। ফরচুন বরিশালের হয়ে খেলতে তিনি সরাসরি দক্ষিণ আফ্রিকার এসএ ২০ থেকে ঢাকায় আসছেন। আজ সকালেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
নিশামের বরিশালে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজির ঘনিষ্ঠ একটি সূত্র।
গতকাল বিকেল থেকেই তার ঢাকায় আসার খবর নিশ্চিত ছিল। তিনি ইনস্টাগ্রামে প্রখ্যাত গলফার টাইগার উডসকে নিয়ে লেখা ‘টাইগার টাইগার: দ্য প্রিন্স হ্যারি অব স্পোর্টস’ বইয়ের ছবি পোস্ট করেন। পোস্টের ইমোজিতে ইঙ্গিত দেন যে তিনি দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশে আসছেন।
তবে শুরুতে তার গন্তব্য নিয়ে অনিশ্চয়তা ছিল। গুঞ্জন ছিল, খুলনা টাইগার্সে যোগ দিতে পারেন তিনি। তবে শেষ পর্যন্ত নিশ্চিত হয়েছে, তিনি ফরচুন বরিশালের হয়েই খেলবেন।
প্রথম কোয়ালিফায়ারে জয়ী হয়ে বরিশাল ইতোমধ্যে ফাইনালে পৌঁছে গেছে। আগামীকাল (৫ ফেব্রুয়ারি) খুলনা টাইগার্স ও চিটাগাং কিংসের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের সঙ্গে ৭ ফেব্রুয়ারির গ্র্যান্ড ফাইনালে মুখোমুখি হবে দলটি।