Breaking News

সর্বচ্চো উইকেট শীকারির তালিকায় চমক দেখালো বাংলাদেশের ক্রিকেটার

মাত্র ২৬ বছর বয়সেই টি-টোয়েন্টির ইতিহাসে অনন্য এক কীর্তি গড়লেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শীর্ষে থাকা ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভোকে ছুঁয়ে ফেলেছেন তিনি।

শুক্রবার (৩১ জানুয়ারি) এসএ২০ লিগে কেপ টাউনের হয়ে প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নেমেছিলেন রশিদ খান। ম্যাচে প্রিটোরিয়ার অধিনায়ক কাইল ভেরেইনাকে বোল্ড করে নিজের ৬৩০তম উইকেটের দেখা পান তিনি। এরপর মারকুয়েস অ্যাকেরমানকে আউট করে টি-টোয়েন্টিতে ব্রাভোর ৬৩১ উইকেটের রেকর্ড স্পর্শ করেন এই আফগান স্পিনার।

সর্বচ্চো উইকেট শীকারির তালিকায় চমক দেখালো বাংলাদেশের ক্রিকেটার
সর্বচ্চো উইকেট শীকারির তালিকায় চমক দেখালো বাংলাদেশের ক্রিকেটার

টি-টোয়েন্টি ক্রিকেটে শীর্ষ উইকেটশিকারির তালিকায় জায়গা পেতে ব্রাভোর লেগেছে ১৮ বছর ও ৫৮২ ম্যাচ। সেখানে মাত্র ১০ বছরের ক্যারিয়ারে ৪৬০ ম্যাচ খেলেই সমানসংখ্যক উইকেট নিয়েছেন রশিদ খান। বল করার ক্ষেত্রেও ব্রাভোর চেয়ে এগিয়ে রয়েছেন তিনি। ক্যারিয়ারে ব্রাভো যেখানে ৫৪৬ ইনিংসে বল করেছেন, সেখানে রশিদ বল করেছেন মাত্র ৪৫৬ ইনিংসে।

বোলিং পরিসংখ্যানে রশিদ খান আরও এগিয়ে। ব্রাভোর স্ট্রাইক রেট ১৭.৭ হলেও রশিদের ১৬.৭। পাশাপাশি গড়েও রশিদ খান অনেক ভালো অবস্থানে, ব্রাভোর বোলিং গড় ২৪.৪০ হলেও রশিদের গড় ১৮.০৮।

যে কারণে বিপিএল ছাড়ার হুমকি দিলেন বরিশালের মালিক

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এখন যুগ্মভাবে সর্বোচ্চ উইকেটশিকারি রশিদ খান ও ব্রাভো। এছাড়া সেরা পাঁচের মধ্যে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসানও।

১. রশিদ খান (আফগানিস্তান) – ৪৬০ ম্যাচ, ৬৩১ উইকেট

১. ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ) – ৫৮২ ম্যাচ, ৬৩১ উইকেট

৩. সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ) – ৫৩৪ ম্যাচ, ৫৭৩ উইকেট

৪. ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা) – ৪২৮ ম্যাচ, ৫৩১ উইকেট

৫. সাকিব আল হাসান (বাংলাদেশ) – ৪৪৪ ম্যাচ, ৪৯২ উইকেট

শুধু স্বীকৃত টি-টোয়েন্টি নয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটেও উইকেটশিকারির তালিকায় দ্রুত এগিয়ে চলেছেন রশিদ খান। বর্তমানে ৯৬ ম্যাচে ১৬১ উইকেট নিয়ে তিনি আছেন দ্বিতীয় স্থানে। তার সামনে রয়েছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি, যিনি ১২৬ ম্যাচে ১৬৪ উইকেট নিয়েছেন।

অন্যদিকে, বাংলাদেশের সাকিব আল হাসান ১২৯ ম্যাচে ১৪৯ উইকেট নিয়ে আছেন তিন নম্বরে। অর্থাৎ খুব শিগগিরই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারির রেকর্ডও নিজের করে নিতে পারেন রশিদ খান।

টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের দক্ষতা প্রমাণ করেছেন রশিদ খান। ব্রাভোর সঙ্গে যৌথভাবে শীর্ষে থাকার পর এখন কেবল সময়ের অপেক্ষা, কবে তিনি এককভাবে এই তালিকার শীর্ষে ওঠেন।

About shakiltowhidulislam@gmail.com

Check Also

মুখ খুললেন ইয়াশা! বিপিএল নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ

মুখ খুললেন ইয়াশা! বিপিএল নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ভক্তদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা। এবার সেই জল্পনার জবাব দিলেন ইয়াশা। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *