Breaking News

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ ডলার!

আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। হাইব্রিড মডেলের এই টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ মার্চ। এর আগে, চ্যাম্পিয়নসহ বাকি দলগুলোর জন্য প্রাইজমানি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

শুক্রবার এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইসিসি। সবশেষ আসরের তুলনায় প্রাইজমানি বেড়েছে ৫৩ শতাংশ, যা ডলারের হিসাবে দাঁড়ায় ৬ দশমিক ৯ মিলিয়ন।

চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার এবং একটি ট্রফি। রানার্সআপ দল পাবে ১১ লাখ ২০ হাজার ডলার। সেমিফাইনালে বাদ পড়া দুই দল পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার করে।

পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে থাকা দল দুটি সাড়ে ৩ লাখ ডলার করে পাবে। সপ্তম ও অষ্টম স্থানে থাকা দল পাবে ১ লাখ ৪০ হাজার ডলার করে।

গ্রুপ পর্বে প্রতি ম্যাচ জয়ের জন্য দলগুলোকে দেয়া হবে ৩৪ হাজার ডলার করে।

চ্যাম্পিয়ন দল সব মিলিয়ে প্রায় ৩২ কোটি টাকার মতো প্রাইজমানি পাবে। অন্যদিকে, কোনো দল যদি একটিও ম্যাচ না জিতে বাড়ি ফেরে, তবুও অংশগ্রহণ ফি ও প্রাইজমানি মিলিয়ে পাবে ৩ কোটি ২০ লাখ টাকা।

উল্লেখ্য, হাইব্রিড মডেল হওয়ায় সেমিফাইনাল ও ফাইনালের ভেন্যু পরিবর্তন হতে পারে। ভারত যদি ফাইনালে না ওঠে, তাহলে ম্যাচটি দুবাইয়ে না হয়ে অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

About shakiltowhidulislam@gmail.com

Check Also

আর মাত্র তিন দিন পরেই পাকিস্তানে পর্দা উঠছে চ্যাম্পিয়ন্স ট্রফির। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। বাংলাদেশ দল নিয়ে এবার মুখ

এবি ডি ভিলিয়ার্সের ভবিষ্যদ্বাণী: চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ করবে ‘অঘটন’, কিন্তু…

আর মাত্র তিন দিন পরেই পাকিস্তানে পর্দা উঠছে চ্যাম্পিয়ন্স ট্রফির। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *