Breaking News

বাংলাসহ ৯ ভাষায়, ৬৩ প্রতিষ্ঠান ও ৮০ দেশে সম্প্রচারিত হবে চ্যাম্পিয়নস ট্রফি

আর চার দিন পরই শুরু হতে যাচ্ছে ক্রিকেটের অন্যতম প্রতিযোগিতা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫। বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর এবারের আসর সরাসরি সম্প্রচারিত হবে ৯টি ভাষায় এবং ১২টি দেশ ও অঞ্চল থেকে দেখা যাবে টেলিভিশনে। পাশাপাশি প্রথমবারের মতো আইসিসির কোনো ইভেন্ট ডিজিটাল প্ল্যাটফর্মেও সম্প্রচারিত হবে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) আইসিসি এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।

৬৩টি প্রতিষ্ঠানের সম্প্রচার স্বত্ব
এবারের চ্যাম্পিয়নস ট্রফির সম্প্রচার স্বত্ব পেয়েছে মোট ৬৩টি প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে—

  • টিভি চ্যানেল: ১৯টি
  • অ্যাপস: ১৫টি
  • ওয়েবসাইট: ২১টি
  • রেডিও চ্যানেল: ৮টি

জিটাল প্ল্যাটফর্মে মোট ১৬টি ফিডের মাধ্যমে খেলা উপভোগ করা যাবে ৯টি ভাষায়—ইংরেজি, বাংলা, হিন্দি, মারাঠি, হারিয়ানাভি, ভোজপুরি, তামিল, তেলেগু ও কন্নড়।

বিভিন্ন দেশে সম্প্রচার মাধ্যম

দেশ/অঞ্চলসম্প্রচার মাধ্যম
বাংলাদেশটি স্পোর্টস, নাগরিক টিভি, টফি অ্যাপ, রেডিও স্বাধীন ৯২.৪ ও রেডিও ভূমি ৯২.৮
ভারতস্টার স্পোর্টস, স্পোর্টস ১৮, ডিজনি+ হটস্টার
পাকিস্তানপিটিভি স্পোর্টস, টেন স্পোর্টস, মাইকো ও তামাশা অ্যাপ
আফগানিস্তানএটিএন
শ্রীলঙ্কাডায়ালগ টিভি, সিয়ালস টিভি ও সিরাসা
যুক্তরাজ্যস্কাই স্পোর্টস, ক্রিকেট, স্কাই স্পোর্টস মেইন ইভেন্ট, স্কাই স্পোর্টস অ্যাকশন, স্কাইগো, নাও ও স্কাই স্পোর্টস অ্যাপ
অস্ট্রেলিয়াফক্স স্পোর্টস, কায়ো স্পোর্টস ও প্রাইম ভিডিও
নিউজিল্যান্ডস্কাই স্পোর্টস এনজেড, নাও, স্কাইগো অ্যাপ
দক্ষিণ আফ্রিকাসুপারস্পোর্ট ও সুপারস্পোর্ট অ্যাপ
মধ্যপ্রাচ্যসনি টেন নেটওয়ার্ক, আইসিসি টিভি, ক্রিকলাইফ ম্যাক্স, ক্রিকলাইফ ম্যাক্স ২ ও স্টারজেডপ্লে
যুক্তরাষ্ট্রউইলো টিভি, উইলো ও  ক্রিকবাজ অ্যাপ
কানাডাউইলো টিভি, উইলো ও  ক্রিকবাজ অ্যাপ

বাংলাদেশের দর্শকদের জন্য সম্প্রচার মাধ্যম
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা সরাসরি ম্যাচ উপভোগ করতে পারবেন-

  • টেলিভিশন: টি স্পোর্টস ও নাগরিক টিভি
  • অনলাইন স্ট্রিমিং: টফি অ্যাপ
  • রেডিও: রেডিও স্বাধীন ৯২.৪ ও রেডিও ভূমি ৯২.৮

আইসিসি টিভিতে ফ্রি সম্প্রচার
বিশ্বের ৮০টি দেশ ও অঞ্চল থেকে আইসিসির নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম আইসিসি টিভি-তে বিনামূল্যে খেলা দেখা যাবে।
১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত চলবে চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫। এবার টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ সরাসরি দেখার সুযোগ পাবেন বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমী।

About shakiltowhidulislam@gmail.com

Check Also

যে দুই দলকে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে দেখছেন মুরালিধরন

যে দুই দলকে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে দেখছেন মুরালিধরন

আর মাত্র আট দিন, এরপরই শুরু হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর। ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *